সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২২ জানুয়ারি) দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মলেনের ফাঁকে ওই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরের দ্বিতীয় দিনে বুধবার জাতিসংঘ মহাসচিব ছাড়াও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন। বৈঠকে জার্মান চ্যান্সেলর বলেছেন, তাঁর সরকার বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তরের প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে জুলাই গণজাগরণের পটভূমি, বাংলাদেশের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা-সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি একটি জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা ছয়টি কমিশন দ্বারা প্রস্তাবিত প্রধান সংস্কার রিপোর্টগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলরকে জানান, কীভাবে তরুণেরা জুলাই গণজাগরণে অংশগ্রহণ করে বাংলাদেশের দীর্ঘদিনের শাসনকালের অবসান ঘটাতে ভূমিকা রেখেছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং জার্মানির ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশে ব্যবসার সুযোগগুলো অনুসন্ধান করার অনুরোধ করেন।
আরও সাইডলাইন বৈঠক: সফরের দ্বিতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন,
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে তিনি জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার আরেকটি সাইডলাইন বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫’- এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান শেখা লতিফা।
এমআর//