আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারিতে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের আয়োজনের চেষ্টা করছেন দুই দেশের কূটনীতিকেরা।

বিষয়টি নিয়ে জানাশোনা আছে দুই দেশের এমন কর্মকর্তাদের বরাতে বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত। ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী নয়াদিল্লি। 

পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করতে চায় ভারত। দুই নেতার বৈঠক হলে সেখানে এ দুই বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।  

 

এনএস/ 

 

     

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্পের