আন্তর্জাতিক

স্ত্রীকে হত্যা করে প্রেসার কুকারে রান্না

আন্তর্জাতিক ডেস্ক

স্ত্রীকে হত্যার পর কয়েক টুকরো করে প্রেসার কুকারে সিদ্ধ করেছেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের জিলেলাগুদা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম গুরু মূর্তি (৪৫)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনোমিক টাইমস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত গুরু মূর্তি স্ত্রীকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করেছেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে এসব টুকরো প্রেসার কুকারে সিদ্ধ করেছেন।

দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, গত ১৬ জানুয়ারি পুত্তভেনকাটা মাধবী (৩৫) নিখোঁজ হয়েছেন বলে মিরপেট থানায় রিপোর্ট করেন তার বাবা-মা। এরপরেই পুলিশ তদন্ত শুরু করলে তাদের সন্দেহ হয় ভেনকাটার স্বামী গুরুর প্রতি। পুলিশ তাকে জিজ্ঞাসা শুরু করলে গুরুমূর্তি প্রথমে দাবি করেন, তর্কাতর্কির পর মাধবী আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের তীক্ষ্ণ জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন, ১৫ জানুয়ারি রাগের মাথায় তিনি তার স্ত্রীকে খুন করেছেন।

পুলিশ জানিয়েছে, গুরুমূর্তি হত্যার পর প্রমাণ লুকানোর জন্য স্ত্রীর মরদেহ টুকরো টুকরো করেন। এরপর স্ত্রীর দেহের বিভিন্ন অংশ প্রেসার কুকারে সিদ্ধ করেন এবং হাড় গুঁড়ো করার জন্য মোল ব্যবহার করেন। তিনদিন ধরে স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ সিদ্ধ করেছেন গুরু। এছাড়া স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ মীরপেট লেকে পুতে রাখেন।  

মিরপেট থানার পুলিশ হ্রদে তল্লাশির জন্য ক্লু টিম এবং কুকুর দল মোতায়েন করেছে। তবে বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। 

থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) কে নাগারাজু জানিয়েছেন, যথাযথ প্রমাণ না পাওয়া পর্যন্ত মামলাটি নিখোঁজ ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। পর্যাপ্ত প্রমাণ সংগ্রহের পর মামলাটি হত্যা হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করা হবে। গুরুমূর্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করার প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে। তদন্তকারী দল ঘটনার আরও বিশদ জানতে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইকোনোমিক টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, গুরু মূর্তি একজন সাবেক সেনাসদস্য। তিনি বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগার্নাইজেশনে (ডিআরডিও) নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মকর্ত আছেন। ১৩ বছর ধরে বিবাহিত গুরুমূর্তি ও মাধবীর সংসারে দুই সন্তান রয়েছে। ঘটনার সময় তারা গুরুমূর্তির বোনের বাড়িতে ছিল। এই দম্পতির প্রায় ঝগড়া হতো। তবে গুরু কেন এবং কীভাবে এই হ-ত্যাকাণ্ড ঘটিয়েছেন সেই সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | স্ত্রী হত্যা | প্রেসার কুকার