অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। সাবেক এই ক্রিকেটার দেশটির ‘হল অব ফেম’- এ জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার এই সম্মানজনক ৬৪ জনের তালিকার সবশেষ নাম যুক্ত হলো ক্লার্কের।
নিজের অনুভূতি প্রকাশ করে ক্লার্ক বলেন, ‘এতো অসাধারণ সব ক্রিকেটার, যারা অনেকেই আমার আদর্শ। ছোটবেলা থেকেই তাদের মতো হতে চেয়েছি, তাদের অনুসরণ করেছি। আমার জন্য তাদের পাশে জায়গা পাওয়া অনেক সম্মানের। অবসর জীবন একজন মানুষের জীবনে অনেক কিছু এনে দেয়। ক্রিকেট দেখার পর্যায়গুলোতে খেলাটা মিস করি। সর্বোচ্চ পর্যায়ে যখন খেলা হয়, তখন আন্তর্জাতিক ক্রিকেটের কথাই সবাই বলে। আমার সেই ৬ বছর বয়সে ক্রিকেটের শুরুটা হয়েছি। এটাই আমার জীবন, ক্রিকেট আমার জীবনের অংশ।‘
অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক থাকাকালীন ২০১৫ সালে বিশ্বকাপ জিতেছেন ক্লার্ক। তিনি ১১৫ টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে দেশের হয়ে ৬ষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি, সংগ্রহ করেছেন ৮ হাজার ৬৪৩ রান। ওয়ানডেতে ২৪৫ ম্যাচে ৭ হাজার ৯৮১ রান সংগ্রহ করেছেন ক্লার্ক। টি-টোয়েন্টি সংস্করণে ৩৪ ম্যাচ খেলে ২৮৮ রান নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ৯৪ টি উইকেট নিয়েছেন এই অস্ট্রেলিয়ান।
এমএইচ//