দেশজুড়ে

টেকনাফে আগাম কাঁচা আম : লাভবান চাষিদের মুখে হাসি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হাট বাজারে আগাম কাঁচা আম আসতে শুরু করেছে। বাজারে এসব আমের চাহিদা বৃদ্ধি ও ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।

উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার আম চাষি সাব্বির আহমেদ জানিয়েছেন, পাকা আমের চেয়ে কাঁচা আমের চাহিদা বেশি থাকায় তিনি বাগানের কাঁচা আম বাজারে নিয়ে এসেছেন।

আম চাষি সাব্বির আহমেদ আশা প্রকাশ করেন, তার তিন গাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা আয় করা যাবে।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম জানান, চলতি বছরে আবহাওয়া আম চাষের অনুকূলে থাকায় টেকনাফে প্রচুর আমের ফলন হয়েছে। আবার অনেক আম বাগানে মুকুল এসেছে। বৃষ্টি না থাকায় মুকুল নষ্ট হওয়ার আশংকায় সেচের ব্যবস্থা নিতে উপজেলা কৃষি অধিদপ্তর আম চাষিদের পরামর্শ দিচ্ছেন। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন কাঁচা আম | টেকনাফ