দেশজুড়ে

বিএসএফকে ভয় পাওয়ার কোনো কারণ নেই : লে. কর্নেল গোলাম কিবরিয়া

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন,  সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে আছি। আপনাদের আসার দরকার নাই। বিজিবি এনাফ বিএসএফ এর জন্য। বিএসএফকে ভয় পাওয়ার কোন কারণ নেই।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, প্রয়োজন হলে আপনাদের ডাকা হবে। না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে আর পেছনে ১৮ কোটি মানুষ আছে। বিএসএফকে ভয় পাওয়ার কোন কারণ নেই।

তিনি বলেন, পিছনে ১৮ কোটি মানুষ থাকতে বিজিবির ভয়ের কিছু নেই। সীমান্তের জিরো লাইনে বিজিবি দাঁড়িয়ে থাকলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন বর্ডার নিরাপদ আছে। এসময় যে কোন সহযোগিতার জন্য বিজিবির কাছে আসারও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া প্রমুখ

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বিএসএফকে | ভয় | পাওয়ার | কোনো | কারণ | নেই | | লে | কর্নেল | গোলাম | কিবরিয়া