খেলাধুলা

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের চার, বাংলাদেশ শূন্য

স্পোর্টস ডেস্ক

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সংস্করণের বর্ষসেরা দল ঘোষণা করেছে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দেয়া হয়েছে নেতৃত্বের জায়গা। ভারত থেকে মোট ৪ জন ক্রিকেটার এই দলে সুযোগ পেয়েছেন। এছাড়াও আছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান থেকে একজন করে খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে থেকেও একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই দলে।

ভারতের চার ক্রিকেটার হলেন; রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ ও আর্শদ্বীপ সিং। অস্ট্রেলিয়া থেকে আছেন ট্রাভিস হেড, ইংল্যান্ড থেকে ফিল সল্ট, পাকিস্তান থেকে বাবর আজম, শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তান থেকে রশিদ খান। ওয়েস্ট ইন্ডিজ থেকে নিকোলাস পুরান, জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা আছেন ১১ জনের সেরা দলে।

ভারতীয় তারকা ভিরাট কোহলির জায়গা হয়নি সেরা দলে। কারণটা স্পষ্ট, ব্যাটিংয়ে তিনি ছন্দে নেই।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা থেকে কোনো ক্রিকেটার সুযোগ পাননি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। ২০২৪ সালে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, মোট ৬৭৩ টি।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন বর্ষসেরা টি-টোয়েন্টি দল | আইসিসি