অভিবাসী বোঝাই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানকে মেক্সিকোতে অবতরণ করতে দেয়নি দেশটির সরকার। একজন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও একজন মেক্সিকোর কর্মকর্তার বরাতে বিষয়টি শনিবার নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রয়টার্স।
৮০জন করে অভিবাসী নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটি বিমান শুক্রবার গুয়াতেমালাতে পৌঁছায়। তবে মেক্সিকো সরকারের অনুমতি না পাওয়ায় সি-১৭ পরিবহণ বিমানটি অবতরণ করতে পারেনি।
এর আগে শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভাল সম্পর্ক আছে। মেক্সিকো অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। ‘প্রত্যপর্ণের ক্ষেত্রে আমরা মেক্সিকানদের সবসময় আমাদের ভূখণ্ডে সাদরে গ্রহণ করি।
তবে মেক্সিকো কর্তৃপক্ষ অবতরণের অনুমতি না দেয়ার কারণ জানায়নি। আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা নিয়ে কোন বিবৃতি দেয়নি।
চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেন, তারা রিমেইন ইন মেক্সিকো নামে কর্মসূচি পুনরায় চালু করেছে। এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোর নাগরিকদের তাদের নিজ দেশে অপেক্ষা করতে হবে।
গত বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম বলেন, এই ক্ষেত্রে আশ্রয়প্রার্থীদের গ্রহণে সংশ্লিষ্ট দেশকে সম্মত হতে হয়, আর মেক্সিকো এরকম কোন সম্মতি দেয়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
এনএস/