জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শুধু দেশে না, চক্রান্ত এখন দেশের বাইরে থেকে হচ্ছে। খুনি হাসিনা বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন, সেগুলো দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন, চক্রান্ত করছেন। রাজনৈতিক দলগুলোর তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে, আমাদের ভেতরের কোন চিন্তা বা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কি না।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের জন্য সবার আগে যেকোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে। এখন সবাই যদি সেটা চিন্তা করতে পারেন, তাহলে যে বাংলাদেশ প্রত্যাশা সবাই করছেন, এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা সফল হওয়া সম্ভব।
তিনি বলেন, ‘আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার কিংবা রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তাঁদের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তাঁরা ঐক্যবদ্ধ হবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা’।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে এ ছাত্র নেতা বলেন, ‘আমরা কখনোই মনে করি না যে আলাদা ফরম্যাটের সরকারের প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য; যেখানে ড. মুহাম্মদ ইউনূস প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। আমরা মনে করি, তাঁর হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে। সেই স্বচ্ছ নির্বাচন আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাব।’
প্রসঙ্গত, এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।
আই/এ