বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে এমন ঘটনা এর আগে দেখা যায়নি। বিদেশি ক্রিকেটাররা হোটেল রুমে, দেশি ক্রিকেটারদের নিয়ে সাজানো একাদশে মাঠে খেলছে দল। দুর্বার রাজশাহী দলের ক্ষেত্রে এমন এক ঘটনা ঘটেছে চলতি বিপিএলে। এমনকি ম্যাচের দিন সকালে তাড়াহুড়ো করে হোটেল বদলাতে হয়েছে পুরো রাজশাহী দলকে।
রোববার (২৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচ খেলেছে দুর্বার রাজশাহী। সেই ম্যাচে ২ রানের এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। বিদেশি কোনো ক্রিকেটারকে ছাড়াই একাদশ সাজিয়েছিল দলটি। ম্যাচ শেষে দলের ম্যানেজমেন্ট এবং এমন পরিস্থিতি কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদ।
দুর্বার রাজশাহীর সেই পরিস্থিতির কথা বলতে গিয়ে তাসকিন বলেন, ‘আসলে দেখুন, সত্যি বলতে আজকে দিনের শুরু থেকেই অনেক নাটক দেখেছি আমরা, সব ক্রিকেটাররাই। পরে শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে, টিম ম্যানেজমেন্ট থেকে টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের রুমে নক করেছে। কেউ দরজা খোলেনি। শেষ সময়ে আমরা স্থানীয় ক্রিকেটাররাই ছিলাম।‘
ম্যাচের দিন হোটেল বদল নিয়ে তাসকিন বলেন, ‘আমার জীবনেও নতুন একটা অভিজ্ঞতা হলো যে, ম্যাচের দিন হোটেল বদলাতে হলো। আমি যতদূর শুনেছি যে, আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে… ওয়েস্টিনে ছিল, বুকিং দেওয়ার কারণে নাকি সব রুম বুকড ছিল। পরে আমরা হোটেল বদল করলাম।‘
এরপর রাজশাহী অধিনায়ক বলেন, ‘হোটেল বদল করার পর (মাঠে) যাওয়ার ২ ঘণ্টা আগে শুনি, বিদেশি ক্রিকেটার কেউ যাবে না। তখন আমাদের বোর্ড থেকে আমাদের ফোন দিয়ে বলল যে, অন্তত তোমরা আসো, খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে। তাদেরকে বলেছে যে, পেমেন্ট কোনো ইস্যু নয়, পেমেন্ট হয়ে যাবে। তবু তারা আসেনি।‘
এমএইচ//