বিনোদন

‘নটী বিনোদিনীর’ ভূমিকায় এবার শুভশ্রী

রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ দেখে চোখ ভিজছে দর্শকদের। বড় পর্দায় তাঁরা শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদধন্যা নটীর জীবন দেখে অভিভূত। তারই প্রতিফলন বক্সঅফিসে। সূত্রের খবর, মাত্র দুদিনে ছবিটি ২৫ লাখ ব্যবসা করে ফেলেছে। চওড়া হাসি পরিবেশক শতদীপ সাহার মুখে। প্রেক্ষাগৃহে পা রাখলেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নায়িকা।

প্রেক্ষাগৃহে যখন রমরমিয়ে চলছে রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ঠিক সেই সাফল্যের মাঝেই শনিবার এক পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে নতুন ঘোষণা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তার পরিচালনায় এবার বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞী হয়ে উঠবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী।

শনিবার সংশ্লিষ্ট অনুষ্ঠানে ‘বাবলি’র জন্য সেরা অভিনেত্রী এবং ‘সন্তান’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী। ‘পরিণীতা’র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমায় দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। এবার সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি।

শনিবার সৃজিতের ঘোষণার পর প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে সিলমোহর আরও জোরদার করলেন। উল্লেখ্য, প্রথমটায় সংশ্লিষ্ট ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। সেইমতো বছর চারেক আগে ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর লুকও প্রকাশ্যে এসেছিল। নেড়া মাথায় চৈতন্যভাবে আচ্ছন্ন বিনোদিনীর লুকে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে মাঝখানে জল অনেকদূর গড়িয়েছে। সিনেমার কাজও স্থগিত হয়েছে একাধিকবার। এবার সৃজিতের বিনোদিনী বদল!

প্রেক্ষাগৃহে যখন রুক্মিণী মৈত্রর ‘চৈতন্যলীলা’ দেখে আবেগপ্রবণ দর্শকরা, ঠিক সেইসময়েই বড় ঘোষণা সৃজিত মুখোপাধ্যায়ের। এক্ষেত্রে সিনেমার বিষয়বস্তু আলাদা হলেও একই ভূমিকায় রুক্মিণী-শুভশ্রী দুই নায়িকার অভিনয় যে দর্শকরা আতসকাচের নীচে রেখে তুলনা টানবেন, তা বলাই বাহুল্য!

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন শুভশ্রী | বিনোদিনী