এক সময় দুর্দান্ত প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। ভারতের টলিউড পাড়ায় কান পাতলে শোনা যেতো তাদের প্রেমকাহিনী। পরবর্তীতে সম্পর্ক ভেঙ্গে গেলে বিয়ে করে ফেলেন অভিনেত্রী।
তবে অভিনেতা এখনও বিয়ে না করলেও অপর এক অভিনেত্রীর সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন। বলা হচ্ছে টলিউড পাড়ার এক সময়ের বহুল চর্চিত জুটি দেব-শুভশ্রীর কথা। ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রসেনজিত্ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত, জিত্-কোয়েল মল্লিকের মতো তাদের জুটিও ছিল বহুল চর্চিত।
তবে দীর্ঘদিন এই জুটিকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। দর্শকরা ১২ বছর অপেক্ষা করেছেন তাঁদের প্রিয় জুটির সেই ম্যাজিক, নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য।
অবশেষে ভক্ত-অনুরাগীদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই জুটির ‘ধূমকেতু’ চলচ্চিত্রটি। তবে কোনো এক অজানা কারণে বারবার প্রশ্নের মুখে পড়েছে ‘ধূমকেতু’র মুক্তি।
ধূমকেতু মুক্তির একের পর এক দিন নির্ধারিত হয়েও পিছিয়ে গেছে। তাই নেটিজেনদের মন্তব্য- আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা?
তবে নেটিজেনদের এই মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন দর্শকনন্দিত এই জুটি। শুক্রবার(২০ জুন) এক ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছেন দেব ও শুভশ্রী। মুক্তি নিয়ে একযোগে বিশেষ বার্তা দিলেন তারা। ছবির মুক্তির দিন ঘোষণা দেন।
তাঁদের বলতে শোনা যায় “বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’।
‘ধূমকেতু’ আসছে বড়পর্দায়। অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি ‘ধূমকেতু।’
একইসঙ্গে সেই খবর দেন ছবির আরও এক প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল রাণার সঙ্গে দেবের প্রযোজনা সংক্রান্ত কিছু বিষয়ে মতবিরোধদের কারণে আগে ছবিটা মুক্তি পায়নি।
শুভশ্রী একটা টক শোয়ে এসে বলেছিলেন, দেবকে তিনি জিজ্ঞাসা করতে চান, ‘ধূমকেতু’ কবে মুক্তি পাবে? উত্তরে দেব বলেছিলেন, তিনিও চান ছবিটা মুক্তি পাক। অবশেষে ১৪ আগস্ট ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৫-এর অক্টোবরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতুর। টলিপাড়ার প্রথমসারির স্টার কাপল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি একসময়ে সুপারহিটের তকমা পেয়েছিল।
একচেটিয়া প্রচুর ছবিতে একসঙ্গে চুঁটিয়ে কাজ করেছেন দেব ও শুভশ্রী। এমনকী দুজনের মধ্যে সম্পর্ক গুঞ্জন নিয়েও কম জলঘোলা হয়নি। দেব-শুভশ্রীর রিল লাইফ রোম্যান্স রিয়েল লাইফকে ছুঁলেও ওই সম্পর্ক ভেঙে যায়।
দেব বা শুভশ্রী কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। তবে তাঁদের প্রেমচর্চা ছিল 'ওপেন সিক্রেট'। এখন ভক্ত-অনুরাগী আর দর্শকদের অপেক্ষা সিলভার স্ক্রিনে পুরনো জুটির নতুন স্বাদ আস্বাদনের।
এমআর//