খেলাধুলা

'ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত কী দুর্দান্ত খেলোয়াড়'

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ভিন্টেজ, ট্রেডমার্ক, ম্যাজেস্টিক... ফ্রি-কিকে গোল করলেন লিওনেল মেসি! গোলরক্ষক ক্লাডিও ব্রাভোর কিছুই করার ছিল না। এমন কতশত মুহূর্তের জন্ম দেওয়া মেসি, ৩৭ বছর বয়সেও ক্লান্ত নন। এখনো ফিফা ক্লাব বিশ্বকাপের এক ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অবাক করে দেন সবাইকে।

পোর্তোর বিপক্ষে তখন ১-১ গোলের সমতায় ইন্টার মায়ামি। ৫৩তম মিনিটে বক্সের বাইরেই ফ্রি-কিক পায় দলটি। ডি আকৃতির গোলাকার হাফ বৃত্তের মাথায় বল বসানো, কিক নিতে প্রস্তুত সেই চিরচেনা ফুটবলার। মেসির চোখ ধাঁধানো বাঁকানো শট ডান বারের কোণা দিয়ে জাল ভেদ করে। গোল নিশ্চিত জেনেই দুই হাত মেলে মেসি ছুটলেন। মায়ামি সতীর্থরা ছুটতে লাগলেন তার পেছনে।

আরও ঠিক ৬৭ টি সরাসরি ফ্রি-কিকে করা গোলের মতোই হলো উদযাপন। মাঠে উপস্থিত দর্শক, ধারাভাষ্যকার, যারা টিভিতে দেখছেন তারাও- চোখ ঝলমল করে ওঠার কথা সবারই।

সাবেক ফুটবলারদের অভিভূত করতেও কৃপণতা করেননি মেসি। এই গোল দেখে পর্তুগালের সাবেক ডিফেন্ডার হোসে ফন্টে বলেন, ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত, অবিশ্বাস্য কী দুর্দান্ত খেলোয়াড়!

নিউক্যাসেলের সাবেক গোলরক্ষক শে গিভেনের কন্ঠে উচ্চারিত হয়, তুমি যদি কখনো সুযোগ পাও এই ছেলেকে সরাসরি মাঠে দেখার তাহলে অবশ্যই দেখতে যাবে। শে গিভেন এখানেই থামেননি। মেসিকে মায়েস্ত্রো, জাদুকর বলার পরও শব্দের কমতি দেখেন তিনি।

৩৮তম জন্মদিন থেকে খুব বেশি দূরে নন মেসি। বয়সটা বাড়ছে প্রতিনিয়তই। তবে মাঠে তার খেলা দেখে বোঝার উপায় নেই। বার্সেলোনার মাঠে দৌড়ে বেড়ানো সেই ছোট্ট ফুটবলার ক্লান্ত হবেন কবে? এই প্রশ্নের কোনো উত্তর যেন জানা নেই কারও। 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #লিওনেল মেসি #ইন্টার মাআমি