ক্যাম্পাস

মেসে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ, ২ শিক্ষার্থী গ্রেপ্তার

বাম দিক থেকে ১ নম্বর আসামি শান্ত আদনান ও ২ নম্বর আসামি স্বাগত দাস পার্থ ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন করে যৌন নির্যাতন এবং ভিডিও ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত আদনান ও স্বাগত দাসকে (পার্থ) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। এরপরেই অভিযুক্ত দুই শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোপ সূত্রে জানা যায়,  গত মে মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি আবাসিক এলাকায় মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়।

পুলিশ জানায়, আটকের পর ওই দুই শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বিকার করেছেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আজ (২০ জুন) আদালতে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি।

এদিকে সমাজবিজ্ঞান বিভাগের সহপাঠীরা ওই দুই শিক্ষার্থীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে তারা বলেন, অভিযুক্তরা বিভাগের কোনও কার্যক্রমে অংশ নিতে পারবে না। তারা এ দুই শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শাবিপ্রবি #যৌন নির্যাতন