খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ সোনা জিতেছেন। শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে জাপানের মিয়াতা গাকুতোকে আলিফ পরাজিত করেন ৬-৪ সেট পয়েন্টে। পুরো সময়ে লড়াইটা হয়েছে সমানে সমান। আলিফের প্রথম সেটে স্কোর ছিল ২৮। প্রতিপক্ষ মিয়াতা করেন ২৭ পয়েন্ট। এতে ২-০ সেট পয়েন্টের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর প্রতিপক্ষ করেন ২৮। এতে আলিফের সোনা জয়ের সম্ভাবনা বেড়ে যায়।

পরের দুই সেটে নাটকীয়তা তৈরি হয়। অথচ যেকোনো এক সেট জিতলেই আলিফের চলতো। তৃতীয় ও চতুর্থ সেটে মিয়াতা ২৮ ও ২৭ স্কোরে জিতে যান। যার বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। মিয়াতার জয়ে সেট পয়েন্টে ৪-৪ সমতা আসে।

পঞ্চম ও শেষ সেট হয়ে যায় শিরোপা নির্ধারনী। শেষ সেটে আলিফ সংগ্রহ করেন ২৯ পয়েন্ট। অন্যদিকে জাপানি আর্চার মিয়াতা সংগ্রহ করেন ২৬ পয়েন্ট। এই সেটে জয়ী হয়ে আলিফ ৬-৪ সেটে পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সোনা নিশ্চিত করেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আব্দুর রহমান আলিফ #আর্চারি #সোনা