আন্তর্জাতিক

খামেনিকে হত্যা করা হলে যুদ্ধে জড়াবে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ইসরাইলের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় বা আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি হত্যা করা হয় তাহলে হিজবুল্লাহ এতে জড়িয়ে পড়বে। শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

এর আগে গেল সপ্তাহে হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন,‘তারা ইরানের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলে আক্রমণ শুরু করবে না’।

তবে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, হিজবুল্লাহর আদর্শিক ‘রেড লাইন’ আছে। যেমন: যুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা, অথবা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা। 

এই পরিস্থিতিগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সংঘাতে ঠেলে দিতে পারে।  কিন্তু যুদ্ধে সেই ভূমিকা ঠিক কেমন হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ইতোমধ্যে উভয় ‘রেডলাইন’-এরই ইঙ্গিত দিয়েছেন। 

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ট্রাম্প ইরানে সরাসরি হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

অন্যদিকে খামেনির বিষয়ে গেল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন। তবেএখন তাকে হত্যা করা হবে না।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইরান ইসরাইল সংঘাত