বিএনপি

আওয়ামী লীগের মতো জামায়াতের বাড়িতেও ব্যালট দেখতে পাচ্ছি : ছাত্রদল সম্পাদক

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যালট নিজ নিজ বাড়িতে রেখে দিয়েছিল। দুঃখজনকভাবে ২০২৬ সালে এসে আমরা জামায়াতের বাসাবাড়িতে ব্যালট দেখতে পাচ্ছি। এ ঘটনা আমাদের আবারও ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনকে স্মরণ করিয়ে দিচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট আচরণসহ তিন অভিযোগে ইসির সামনে ছাত্রদলের চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

নাছির বলেন, গতকাল বৈঠকে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের অনিয়মের বিষয়টি স্বীকার করেছে এবং অনিয়ম দূর করার আশ্বাস দিয়েছে। তবে ব্যালট কীভাবে বাসাবাড়িতে পৌঁছালো, সে বিষয়ে কমিশন কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

তিনি বলেন,  আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলেছিনতুন রাজনৈতিক দল গঠনকারী কারও চোখ রাঙানিতে ভয় পাবেন না। আপনারা হৃদপিণ্ড শক্ত করে রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ভিসি এত মিথ্যা কথা কীভাবে বলেন! গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছিল, যেখানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা ছিল। কিন্তু সেই চিঠির বিষয়ে তিনি কাউকে অবগত করেননি।

ছাত্রদল সম্পাদক বলেন, ভিসি গোপনে ছাত্রশিবিরকে ওই চিঠির বিষয়ে অবহিত করেন। পরে তিনি একদিনে ঢাকায় এসে তদবির করে তিন দিন পর নতুন করে চিঠি রি-ইস্যু করিয়ে বলেন, ২০ তারিখে নির্বাচন হবে। অথচ ১২ দিনের মধ্যে ৬ দিনই কোনো প্যানেল প্রচারণা করেনি। যদি প্রচার-প্রচারণা করা না যায়, তাহলে কীভাবে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন সম্ভব?

তিনি বলেন, আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তার দুর্নীতির বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু তিনি নির্বাচন কমিশনে এসে চোখ রাঙানি দেখাচ্ছেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানএভাবে হুমকি দেয়া চলবে না। ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না।

নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের (ইসি) সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। তিনি বলেছেন, আমরা বর্তমানে শুধু মূল সড়ক অবরোধ করছি; তবে দাবি আদায়ে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে

 

আই/এ