শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকল না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই অনুমতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত আচরণবিধি মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আয়োজন করা যাবে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণায় শাকসু নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। এতে প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই ঘোষণার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং পরদিন নির্বাচন আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন আয়োজনের অনুমতির জন্য নির্বাচন কমিশনে আবেদন জানায়। ইসির অনুমতির খবরে প্রার্থীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।
এমএ//