টালিউড সুপারস্টার দেব বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘রঘু ডাকাত’ এর গানের শুটিংয়ে, যা চলছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী ইধিকা পাল। তবে সিনেমার শুটিংয়ের চেয়েও বেশি চর্চায় এসেছে দেবের বিমানবন্দরে তোলা একটি ছবি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এক এয়ারহোস্টেসের পোস্টের মাধ্যমে।
ছবিটিতে অভিনেতার কাঁধে ঝুলতে দেখা যায় একটি আকর্ষণীয় ছোট আকৃতির ব্যাগ। পরে জানা যায়, ব্যাগটি বিশ্বখ্যাত Louis Vuitton ব্র্যান্ডের। ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৮ হাজার টাকা, যা দেখে অনেকেই অভিমত দিয়েছেন। এই টাকায় দুজন মানুষ অনায়াসে ইউরোপ ঘুরে আসতে পারেন।
এ ছাড়া দেবের পরনে থাকা পোশাকও দামী ব্র্যান্ডের ছিল। তিনি পরেছিলেন Celio ব্র্যান্ডের একটি সাদা-কালো স্ট্রাইপযুক্ত টি-শার্ট। যার সামনের অংশে চেইন ডিজাইন এবং চেইন-স্টাইল কলার ছিল। টি-শার্টটির দাম দুই হাজার ৬০০ টাকা। আর মাথায় ছিল Gucci ব্র্যান্ডের একটি হ্যাট, যার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। তার এই স্টাইলিং পছন্দ থেকেই স্পষ্ট যে দেব শুধু অভিনয়েই নয় ফ্যাশন সেন্সেও অনেকটাই এগিয়ে।
শুধু বিলাসী স্টাইল নয় পেশাগতভাবেও এখন ভীষণ ব্যস্ত সময় পার করছেন দেব। চলতি বছরে তার হাতে রয়েছে তিনটি বড় বাজেটের সিনেমা। এর মধ্যে অন্যতম ‘ধূমকেতু’, যা মুক্তি পাবে আগস্টে স্বাধীনতা দিবসের আগে। এই ছবির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রযোজনা করেছেন রানা সরকার।
উল্লেখ্য, দেব ও শুভশ্রীর জুটির এই ছবি দীর্ঘ ১৩ বছর নানা কারণে আটকে ছিল।
এছাড়া পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এসভিএফ প্রযোজিত ‘ধূমকেতু’ ছবিটির, যেখানে দেখা যাবে এক নতুন গল্প বলার ধরণ। অন্যদিকে, শীতকালীন ছুটিতে আসছে ‘প্রজাপতি ২’, যেটি দেবের আরেকটি প্রতীক্ষিত সিক্যুয়াল প্রজেক্ট।
দেবের সাম্প্রতিক কিছু ছবি যেমন ‘খাদান’, ‘গোলন্দাজ’ কিংবা ‘ব্যোমকেশ’ প্রমাণ করেছে, বক্স অফিসে তার ক্ষমতা ঠিক কতটা। তিনি একটি শক্তিশালী নাম। গেল কয়েক বছরে তার কোনো সিনেমা পুরোপুরি ফ্লপ হয়নি কিন্তু তার কিছু সিনেমা তুলনামূলক কম আয় করলেও সেগুলো গড়পড়তা বাংলা সিনেমার চেয়ে কয়েকগুণ বেশি ব্যবসা করেছে।
এসকে//