বলিউডে বর্তমান সময়ের আলোচিত অভিনত্রী জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর। তারপর থেকেই ধীরে ধীরে বলিউডপাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।
বাল্যবন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গেই নাকি এখনও সম্পর্কে আছেন জাহ্নবী কাপুর। এমন কথা অনেকেই জানেন। তাঁদের বহু জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে।
গেলো বছর শিখরের সঙ্গে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিলেন জাহ্নবী। অতীতে বহু সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী। তাঁর ব্যক্তিগত জীবনে কম ঝড় বয়ে যায়নি।
শিখরের সঙ্গে অনেক আগেই সম্পর্ক তৈরি হয় জাহ্নবীর। সেই সময় তিনি সিনেমায় কাজও শুরু করেননি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এর সহ-অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন অনেকেই শুনেছিলেন।
সেই প্রেম ভেঙেও যায় অল্পদিনের মাথাতেই। এখন শিখরই অভিনেত্রীর ধ্যানজ্ঞান। সম্প্রতি এই নায়িকা বিয়ে ও সন্তান নিয়ে নিজের পরিকল্পনা ফাঁস করেছেন।
বলিউড সিনেমার সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানেই তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা ভাগ করে নিয়েছেন।
এই অভিনেত্রী জানিয়েছেন, তিরুপতির মন্দিরে গিয়েই তিনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। ২৭ বছরের জাহৃবি কাপুর খোলসা করেই জানিয়েছেন, জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই তার। বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন নিজের পরিবারের সঙ্গে।
এখানেই থামেননি জাহৃবি কাপুর। সন্তানের সংখ্যাও জানিয়েছেন। জাহৃবি বলেন, ‘তিন সন্তান হবে আমাদের। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে আমরা একসঙ্গে খাব।
গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনো বা মণিরত্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব।’
নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে জাহ্নবীর, এমন কথাও অন্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন শ্রীদেবী-কন্যা।
তাহলে কি খুব শিগগিরেই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপুরের বাড়ির অন্দরে? সে বিষয়ে অবশ্য এখনও কিছুই জানাননি প্রযোজক বনিকাপুরের এই মেয়েটি।
এমআর//