ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির সঙ্গে এক তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তাদের দুজনকে বিভিন্ন জায়গাতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে বলে সামাজিকমাধ্যমে খবর আসে।
বিষয়গুলো নিয়ে শেখ সাদী নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, পরীমণির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে দু’জনের পারিবারিক সম্পর্ক রয়েছে।
বিষয়টি নিয়ে তবুও জলঘোলা হচ্ছে। এমনকি সম্প্রতি আদালতে পরীমণির একটি মামলায় জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায় রয়েছেন।
শেখ সাদী। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক ভিডিও বার্তায় শেখ সাদী বলেছেন, আমার যত সাংবাদিক ভাই-বোন আছেন, অনুরোধ করছি আপনারা মনগড়া নিউজ বানাবেন না।
এদিকে, সম্প্রতি আদালতে গায়ক শেখ সাদী পরির জামিনদার হওয়ার পর থেকে তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করছেন অনেকে।
বিষয়টি নিয়ে এবার সামাজিক মাধ্যমে মুখ খুললেন পরীমণি। হলেন কয়েকটি প্রশ্নের সম্মুখীন। একইসঙ্গে করলেন করজোড়ে অনুরোধ।
পরিমণি বলেন, জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লার ওয়াস্তে… 🙏
বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল কেরিয়ার এর থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/ একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চ টা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!
জেএইচ