খেলাধুলা

গল টেস্ট

নাজুক শ্রীলঙ্কাকে হেসেখেলে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ২৪২ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের কোনোরকম সুযোগই দেয়নি অজিরা।

এক ইনিংস ব্যাট করাই অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট ছিল। যেখানে ৬ উইকেট হারিয়ে ৬৫৪ রানের পাহাড়সম সংগ্রহ তোলে দলটি। এরপর মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলো-অনে পড়ে আবারও ব্যাট করতে নামে লঙ্কানরা। আজ চতুর্থ দিনে ২৪৭ রানের সংগ্রহ তুলে গুটিয়ে যায় তারা।

বল হাতে প্রথম ইনিংসে লঙ্কান ইনিংসে ধস নামিয়েছেন ম্যাথু কুহনেমান, একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়াও নাথান লায়ন ৩ টি, মিচেল স্টার্ক ২ টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে এসে, কুহনেমানের ঝুলিতে যায় আরও ৪ উইকেট। লায়ন নেন ৪ উইকেট। এছাড়াও মিচেল স্টার্ক ও টড মার্ফি ১ টি করে উইকেট নিয়েছেন।

ম্যাচসেরা হয়েছেন ২৩২ (৩৫২) রানের ইনিংস খেলে উসমান খাজা। অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে স্টিভ স্মিথ ও জশ ইংলিসও সেঞ্চুরির দেখা পেয়েছেন।

এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া