খেলাধুলা

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

স্পট ফিক্সিং ইস্যু নিয়ে এবারের বিপিএলে আলোচনা চলছেই। বিভিন্ন সংবাদমাধ্যমে এরমধ্যে ১০ জন ক্রিকেটারের নাম এসেছে। এরমধ্যে একজন এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে, এমন খবর গণমাধ্যমে ভাসছিল আজ সকাল থেকে। তবে বিসিবির শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে এমন কোনো নিষেধাজ্ঞা নেই।

জানা যায়, সংবাদমাধ্যমে আসা ১০ জন ক্রিকেটারের মধ্যে ২ জন ক্রিকেটার সহায়তা চেয়ে যোগাযোগ করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে।

গণমাধ্যমে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছেন যে তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আমি মনে করি, যদি কোনো ক্রিকেটার সত্যিই এসবে জড়িত থাকেন, তাহলে বিসিবির সংশ্লিষ্ট বিভাগের তদন্তে নিশ্চয়ই তা বের হয়ে আসবে। কিন্তু কেউ এসবে জড়িত না থাকা সত্ত্বেও যদি তাদের নাম বাইরে আসে, সেটি দুঃখজনক। এ ধরনের খবর ওই ক্রিকেটারের ক্যারিয়ার এবং মর্যাদার জন্যও ক্ষতিকর।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন এনামুল হক বিজয় | দেশত্যাগ | নিষেধাজ্ঞা