বিনোদন

অভিষেকের জন্মদিনে যে শুভেচ্ছা জানালেন ঐশ্বরিয়া

বহুদিন ধরেই শোনা যাচ্ছে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রায়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন। যদিও এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্যই করেননি তারকা দম্পতি। এদিকে এই গুঞ্জনের মাঝেই মধ্যে, বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪৯-এ পা রেখেছেন জুনিয়র বচ্চন। ঐশ্বরিয়া কি অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন?

৪৯তম জন্মদিনে অভিষেককে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন 'রায় সুন্দরী'। কী লিখেছেন তিনি? জুনিয়র বচ্চনের ছেলেবেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঐশ্বরিয়া, যেখানে ছোট্ট অভিষেককে ট্রাইসাইকেল চালাতে চালাতে ক্যামেরার পোজ দিতে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশানে প্রাক্তন বিশ্বসুন্দরী লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা ও আর আলোক উজ্জ্বল জীবন দিক।’

১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বাই (তৎকালীন বোম্বে) শহরে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ঘরে তার জন্ম।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

গেলো কয়েক মাসে একটা ঝড় বয়ে গিয়েছে অভিষেক-ঐশ্বরিয়া উপর দিয়ে। যদিও তার প্রভাব তাদের উপর আদৌ পড়েছে কি না- তা বোঝার উপায় নেই। গত বছরের মাঝামাঝি সময় থেকেই সংবাদমাধ্যম এবং সামাজিকমাধ্যমে প্রচার হতে শুরু করে দুই তারকার বিচ্ছেদ আসন্ন। এরই মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে নাম জড়িয়ে যায় অভিনেত্রী নিমরত কৌরের। আবার অনেকেই অভিষেকের পরিবারের দিকে আঙুল তুলতে শুরু করেন। বিচ্ছেদ জল্পনা উস্কে দিয়েছিল বচ্চন পরিবারের উদাসীনতা। নভেম্বরে ঐশ্বরিয়া জন্মদিনে তাদের তরফে কেউ শুভেচ্ছা জানাননি, অন্তত সামাজিকমাধ্যমে তা দেখা যায়নি। তা নিয়ে শোরগোল পড়ে যায়। একই ঘটনা ঘটে ডিসেম্বরে মেয়ে আরাধ্যার জন্মদিনকে কেন্দ্র করেও। কিন্তু মেয়ে আরাধ্যার জন্মদিনের উদ্‌যাপনের ছবি প্রকাশ্যে আসার পরই বিচ্ছেদ জল্পনায় জল পড়ে। দেখা যায় অভিষেক এবং ঐশ্বর্যা একসঙ্গেই পালন করেছেন মেয়ের ত্রয়োদশ জন্মদিন।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অভিষেক | ঐশ্বরিয়া