২০২৫ বিপিএল মৌসুমের ফাইনাল ম্যাচ আজ। সন্ধ্যা ৬ টায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগাং কিংস। এর আগে গতকাল ফাইনাল ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনার ঘোষণা দেয় বিসিবি।
বরিশালের লক্ষ্য টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে নামবে চট্রগ্রাম। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
২০১৩ আসরে ফাইনালে খেলা চিটাগং কিংস এক যুগ পর বিপিএলে ফিরেই পৌঁছে গেছে ফাইনালে।
ফাইনাল নিয়ে তামিম ইকবাল জানান, যে দল নার্ভ ধরে রাখতে পারবে সে দলই জিতবে। ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক বলেছেন, ‘যে দল বেশি শান্ত থাকবে তাদেরই জেতার চান্স বেশি। আমি কোয়ালিফায়িংয়ে অনেক নার্ভাস ছিলাম’।
বিপিএলে এবার দুপুরের ম্যাচগুলি শুরু হয়েছে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু শুক্রবারে দুপুরের ম্যাচ শুরু হয়েছে দুপুর ২টায়, সন্ধ্যার ম্যাচ ৭টায়। ফাইনালের দিন একটিই ম্যাচ। শুক্রবার হলেও তাই সময় এগিয়ে আনায় জটিলতা নেই।
আই/এ