খেলাধুলা

ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞায় সোহেলী আক্তার

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের স্পিনার সোহেলী আক্তারকে ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালার ৫ টি ধারা লঙ্ঘনের  অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকু) কাছে দায় স্বীকার করেছেন সোহেলী।

জানা যায়, ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে তিনি ফিক্সিংয়ের প্রস্তাব দেন।

আইসিসির দুর্নীতি বিষয়ক ২.১.১ ধারা ভেঙেছেন। এর অর্থ, তিনি ম্যাচ বা স্পট ফিক্সিং করতে প্ররোচিত করেছেন। এছাড়াও ২.১.৩ ধারাও ভেঙেছেন, যেখানে বলা হয়েছে তিনি ম্যাচ পাতানোর জন্য অন্যকে উৎসাহিত করার মাধ্যমে অর্থ বা পুরস্কার নিয়েছেন বা চেয়েছেন।

এছাড়াও আইসিসির প্রতিবেদনে, ২.১.৪ ধারা ভঙ্গের কথা বলা হয়েছে। যেখানে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ে সম্পৃক্ত হতে উৎসাহিত করেছেন বা প্ররোচিত করেছেন। ধারা ২.৪.৪ উল্লেখ করে বলা হয়েছে, আইসিসিকে তিনি তদন্তের স্বার্থে তথ্যাদি দিতে ব্যর্থ হয়েছেন। ধারা ২.৪.৭ তে বলা হয়েছে- এই নারী ক্রিকেটার তদন্তে বাধা দিয়েছেন, তথ্য দিতে বিলম্ব করেছেন বা তথ্যাদি নষ্ট করার চেষ্টা করেছেন।

সোহেলীর আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৩ সালে। আন্তর্জাতিক অঙ্গনে তাকে খুব বেশি দেখা যায়নি। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালে। সবমিলিয়ে ২ টি ওয়ানডে খেলেছেন, ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সোহেলী আক্তার | ফিক্সিং | আইসিসি | নিষেধাজ্ঞা