জাতীয়

সচিবালয়ে বৈঠক শেষে যা জানালেন নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা

দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের বৈঠক ফলপ্রসূ হয়নি। তাই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ সুপারিশ বাতিল হওয়া শিক্ষকরা। একইসঙ্গে হাইকোর্টের দেয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেন তারা

সচিবালয়ে বৈঠক অংশ নেয়া প্রতিনিধি দলের সদস্য জান্নাতুল নাইম বলেন,  সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছেআগের মতই এবারও সেই একইভাবে আশ্বস্ত করে তিনি বলেছেন যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। একই সঙ্গে সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতেও বলেছেন তিনি

এরপরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রতিনিধি দলকে জানান, ৬৫৩১ জন শিক্ষকের কাউকেই বাদ দেয়া হবে না। এসময়ে উপদেষ্টাকে দ্রুত আইনি প্রক্রিয়া শেষে নিয়োগ প্রদানের দাবি জানায় প্রতিনিধি দল।

নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে  সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার তারা ঘরে ফিরেছিলেন, কিন্তু এবার আর ঘরে ফিরবেন না। যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা রাজপথে থাকবেন এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে।

আগামীকাল দুপুর ১২ টার মধ্যে দাবি আদায় না হলে। কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাথমিক | শিক্ষক