আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ঘোষিত স্কোয়াডের সঙ্গে বাড়তি ২ পেসার যুক্ত করছে বাংলাদেশ। হাসান মাহমুদ ও খালেদ আহমেদ দলের সঙ্গে দুবাই যাবেন। তারা দলের অনুশীলনে সহযোগিতা করবেন।
জানা যায়, এই দুই ক্রিকেটারই চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে দেশে চলে আসবেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ। এখন পুরো দলের অনুশীলন চলছে মিরপুরে। সেখানে দলের সঙ্গে অনুশীলন করছেন হাসান ও খালেদ।
সদ্য শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত বোলিং করেছেন এই দুই পেসার। খুলনা টাইগার্সের হয়ে ১৩ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন হাসান। অন্যদিকে চিটাগাং কিংসের হয়ে ১৪ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি খালেদ।
মিরপুরে চলমান অনুশীলনে কেবল হাসান ও খালেদ নয়, আছেন অন্যান্য পেসাররাও; মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা।
এমএইচ//