দেশজুড়ে

পটুয়াখালীতে ভয়াবহ আগুনে ভস্মীভূত দোকান-বসতঘর

ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরের স্বনির্ভর রোডের চরপাড়া এলাকার ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পাশে থাকা দোকান ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১৫ টি ঘর ও দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেআগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন

তিনি জানান,  আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে সদর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মো. কামরুজ্জামান আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সন্ধ্যায় পৌর প্রশাসনের তরফ থেকে শীতবস্ত্র, নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পটুয়াখালী