খেলাধুলা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

টুর্নামেন্টে অংশ নিয়েই শান্তরা পাবেন কোটি টাকা, চ্যাম্পিয়ন হলে কত?

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো স্মৃতি রয়েছে টাইগারদের। সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি করে নেয় তারা। এবার কেমন হবে যাত্রা, তা সময়ই বলে দিবে। তবে কেবলমাত্র টুর্নামেন্টে অংশ নেয়ার জন্যই কোটি টাকার বেশি অর্থ পাবে দল।

বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারে তবে ২২ লাখ ৪০ হাজার ডলার পাবে। যা টাকার হিসেবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে প্রাইজমানির হিসাবটা এমনই।

ফাইনালে রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা। সেমিতে যে দুই দল বাদ পড়বে তারা পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার বা ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ে প্রাইজমানি ৩৪ হাজার ডলার বা ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা। বাংলাদেশ যদি ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড- কারও সঙ্গে একটি ম্যাচও জেতে, এই অর্থ পাবে।

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন ৮ দল নিয়ে। এই ৮ দলের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ দল ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে পাবে।

সপ্তম ও অষ্টম দল ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা পাবে।

এছাড়াও, প্রতিটি দল শুধুমাত্র টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা করে পাবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। পাকিস্তানের আয়োজনে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকবে সংযুক্ত আরব আমিরাত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | বাংলাদেশ | অর্থ | প্রাইজমানি