আবহাওয়া

বজ্রসহ বৃষ্টি ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। তবে শীতের অনুভূতি এখনো বিরাজমান। এই অবস্থার মধ্যেই বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়,   আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সময়ে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে।

এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পূর্বাভাস