খেলাধুলা

হৃদয়-জাকের জুটিতে আশা বুনছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ধসে পড়া বাংলাদেশ দলকে টেনে তোলার কাজ করছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। দুজনে মিলে শত রানের জুটি ছাড়িয়ে গেছেন। বাংলাদেশের জন্য এই সময় এর চেয়ে জরুরি কিছু ছিল না।

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে ৩৫ রান ছিল। তানজিদ তামিম ২৫ করে ফিরেছেন। শূন্য রানে বিদায় নেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মেহেদী হাসান মিরাজ করেন ৫ রান।

এরপর হৃদয় ও জাকের মিলে জুটি গড়ে তোলেন। কাঙ্ক্ষিত সেই জুটি শত ছাড়িয়ে যায়। দুজনেই পূরণ করেন ব্যক্তিগত অর্ধশত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ দল ৩৮ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানে অবস্থান করছে।

হৃদয় ৮৮ বল খেলে ৬১ রানে এবং জাকের ৯৮ বল খেলে ৫৪ রানে অপরাজিত আছেন।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ভারত | তাওহিদ হৃদয় | জাকের আলী