৩৫ রানে ৫ উইকেট হারিয়ে যখন খেই হারিয়ে ফেলেছিলো বাংলাদেশ দল তখই তাওহিদ হৃদয়ের সাথে জুটি বেঁধে দলের হাল ধরে দর্শকদের মন জয় করে নেয় জাকের আলি। তবে ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে লোকেশ রাহুলের সহজ ক্যাচ মিস করে সমালোচনার শিকার হয়েছেন তিনি।
তবে এমন সময় তাওহিদ হৃদয়কে পাশে পেয়েছেন জাকের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকেরের ক্যাচ মিস করা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘এটা ঠিক আছে। খেলারই অংশ।’ ‘তারা ভালো বল করেছে, শামি ভালো বল করেছে। জাকের ক্যাচ ড্রপ করেছে এটাও খেলারই অংশ। সমস্যা নেই। আশা করি ভালোভাবে কামব্যাক করব।’
৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তাছাড়া বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি।
হৃদয় বলেন, ‘আমি ভাবছিলাম বড় জুটি লাগবে এখান থেকে। সাথে আরো ভাবছিলাম কীভাবে জুটি গড়তে পারি। কাজে লাগাতে পেরেছি সেই প্ল্যান। জাকের আরও বেশি রান করতে পারলে ভালো হতো। ৯০ এর পর কিছুটা ক্র্যাম্প হয়েছিল। তবে এটা খেলারই অংশ।’
ভারতের স্পিনারদের প্রশংসা করে হৃদয় আরো বলেন, ‘ভারতের স্পিনারদের বিপক্ষে কিছুটা অস্বস্তিতে ছিলাম। ভালো বল করেছে তারা।’
টস জিতে আগে ব্যাটিং করা নিয়ে প্রশ্ন করা হলে হৃদয় বলেন, ‘আমি আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি, টস জিতলে আমরা কী করব সেটা নিয়ে একেবারে পরিষ্কার ছিলাম। আমাদের পুরো দলের ব্যাটিং করারই পরিকল্পনা ছিল। শুধুমাত্র শুরুতে আমাদের কয়েকটা উইকেট পড়েছে এজন্য এই জিনিসটা হয়েছে।’
এমএ//