বিনোদন

রণবীরের যে কাজ কাঁদিয়েছিলো রাশমিকাকে

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যপটে পর্দায় বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে রাশমিকাকে কাঁদিয়েছিলেন রণবীর কাপুর। ভালোবাসার মানুষ থেকে এমন প্রতারণার স্বীকার হয়ে চোখে জল এসেছিলো রাশমিকার।

ছবির শুটিং শেষেও রণবীরের কারণে চোখে পানি চলে এসেছিলো এই দক্ষিণী  তারকার। কিন্তু কি এমন কাণ্ড ঘটিয়েছিলেন রণবীর? উত্তর দিয়েছেন রাশমিকা মান্দানা নিজেই।

রাশমিকা জানান, ‘‘অ্যানিম্যাল’ ছবির শুটিংয়ের সময় জলখাবার পছন্দ হয়নি একদিন বিরক্তিকর জলখাবারের ব্যাপারে অভিযোগ জানালে পরের দিনই রণবীর আমার জন্য বিশেষ জলখাবারের ব্যবস্থা করেন।

তিনি আরো বলেন, ‘রণবীর নিজের রাঁধুনিকে দিয়ে ওই সমস্ত রান্না করিয়েছিলেন, যা ছিল অত্যন্ত সুস্বাদু।’ তার এই উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়ে কেঁদে ফেলেন রাশমিকা।

এর পর কৌতুকের সাথে রণবীর জিজ্ঞেস করেছিলেন, ‘কী ব্যাপার? আবার সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?’ উত্তরে রাশমিকা বলেন, ‘তোমরা খুব ভাগ্যবান, তোমাদের একজন অসাধারণ রাঁধুনি রয়েছে। আমাদের তো এমন কেউ আমরা সাধারণ মানুষ, হায়দরাবাদের রন্ধনশিল্পী রাখতে পারি না।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন রণবীর কাপুর | রাশমিকা মান্দানা | অ্যানিমেল