খেলাধুলা

সেমিতে উঠতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

ভারতের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে বাংলাদেশ। এখন হাতে আছে ২ ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে দুই ম্যাচের দুইটিই জিততে হবে, এমন এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তরা।

‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত ও নিউজিল্যান্ড জয়ী হয়েছে আর বাংলাদেশ ও পাকিস্তান পরাজিত হয়েছে। নেট রানরেটে এগিয়ে থেকে নিউজিল্যান্ড আছে শীর্ষে, এরপর ভারত, বাংলাদেশ ও পাকিস্তান।

বাংলাদেশ বাকি দুই ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের দুইটি জিততে পারলে সেমি নিশ্চিত হবে, তা বলা যাবে। তবে এক ম্যাচ জিতলেও থাকবে সম্ভাবনা, সেক্ষেত্রে বাকি দলগুলোর দিকে তাকিয়ে থাকতে এবং রানরেটের মারপ্যাঁচ তো থাকবেই।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে চার। ভারত ও নিউজিল্যান্ড আরও একটি করে ম্যাচ জিতলে, তাদেরও পয়েন্ট হবে চার। এই অবস্থায় নেট রানরেটের হিসেব হবে।

বাংলাদেশ দল যদি এক ম্যাচে জয় লাভ করে- তা যদি হয় পাকিস্তানের বিপক্ষে, তবে পয়েন্ট হবে দুই। তখন পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে খেয়াল রাখতে হবে। পাকিস্তানের কাছে যদি বাংলাদেশ হেরে যায়, অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়- সেক্ষেত্রে সমীকরণ আরও কঠিন হয়ে উঠবে টাইগারদের জন্য।

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং ২৭ ফেব্রুয়ারি খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের ভেন্যু পাকিস্তানের রাওয়ালপিন্ডি।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | সেমিফাইনাল | চ্যাম্পিয়নস ট্রফি