বিনোদন

ভাষা দিবসে যে বার্তা দিলেন মধুমিতা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

গেলো বছর ভারতের স্বাধীনতা দিবসে ভুল বানানে শুভেচ্ছা বার্তা দিয়ে সমালোচিত হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। তবে এবার শুদ্ধ বানানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ বার্তা দিলেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় মধুমিতা জানিয়েছেন, ‘বাংলা ভাষা, আমার ভাষা, সবচেয়ে মিষ্টি ভাষা। সকলকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। বাংলাতেই হোক প্রেম।’

প্রসঙ্গত, মধুমিতা সরকার টেলিভিশন ধারাবাহিক 'বোঝেনা সে বোঝেনা' য় পাখি ঘোষের ভূমিকায় এবং 'কুসুম দোলা' ধারাবাহিকে ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয় করে নেটিজেনদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র 'চিনি ২' এবং 'সূর্য' বিশেষভাবে উল্লেখযোগ্য।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন মধুমিতা | মধুমিতা সরকার | পাখি | ভাষা দিবস