খেলাধুলা

ডিপিএলের দলবদলে সাকিব, খেলা নিয়ে আশাবাদী ক্লাব

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছেন সাকিব। ক্লাবটি আশা করছে, মার্চে শুরু হওয়া ডিপিএলে সাকিব রূপগঞ্জের হয়ে খেলবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লিজেন্ডস অব রূপগঞ্জ অফিশিয়াল থেকে এ তথ্য জানা যায়। 

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবশেষ নির্বাচনে অংশ নেন সাকিব। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আর দেশে ফিরতে পারেননি এই বাংলাদেশি অলরাউন্ডার। এরমধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষাতেও নিষিদ্ধ হন তিনি।

লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল গণমাধ্যমকে বলেন, আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর ব্র্যান্ড, আমরা এ জন্য তাকে নিয়েছি।

তিনি যোগ করেন, ‘খেলোয়াড় সাকিবের জন্য আমরা এক শ ভাগ করব যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে।’

মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লিগ ক্রিকেট। আজ ও আগামীকাল (রোববার), এই দুই দিন চলবে দলবদল।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন লিজেন্ডস অব রূপগঞ্জ | সাকিব আল হাসান