খেলাধুলা

ডাকেটের রেকর্ড সেঞ্চুরিতে ইংলিশদের পাহাড়সম সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন ডাকেটের দারুণ এক সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ডাকেটের ব্যাটে এসেছে ১৪৩ বলে ১৬৫ রান। তার এই ইনিংসে ছিল ৩ ছক্কা ও ১৭ টি চার। ডাকেটের এই রান চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

ইংলিশদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন জো রুট। তার ব্যাটে এসেছে ৭৮ বলে ৬৮ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন বেন দারউইশ। মারনাস লাবুশেইন ও অ্যাডাম জাম্পা নেন ২ টি করে উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল ১ উইকেট নিয়েছেন। 

অস্ট্রেলিয়া তাদের প্রথম ২ উইকেট হারায় দলীয় ৫০ হওয়ার আগেই। এরপর ডাকেট ও রুট মিলে গড়ে তোলে ১৫৮ রানের জুটি। দলীয় ২০১ রানে বিদায় নেন রুট। এরপর অবশ্য বাকি ব্যাটাররা তেমন সমর্থন যোগাতে পারেনি।

হ্যারি ব্রুক ৩, জস বাটলার ২৩, লিয়াম লিভিংস্টোন ১৪, ব্রাইডন কার্স ৮ রানে ফিরেছেন।

ইংলিশদের পক্ষে ১০ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন জফরা আর্চার।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ইংল্যান্ড | বেন ডাকেট | অস্ট্রেলিয়া