দেশজুড়ে

থানার পাশে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্নালঙ্কার লুট

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা ভবনের মাত্র ৩০ গজ অদূরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর তিনটার দিকে চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বায়ান টিভিকে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মুখোশ পরিহিত ডাকাতরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে। এ সময় পাহারাদার রবিন্দ্র দাশকে গলায় ছুরি ধরে হাত ও পায়ে ছুরিকাঘাত করলে তিনি আহত হন।

জানা যায়, প্রবাসী শ্রীমন্ত দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সম্প্রতি তারা চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়ায় জমি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করে। ভবন নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। নিচতলায় প্রবাসীর স্ত্রী, সন্তান বাস করতেন।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তকালে ওই বাড়ির পাহারাদারের হাতে ও পায়ে ছুরিকাঘাতে আহত করার চিহ্ন দেখা গেছে। বিকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। অভিযুক্ত মুখোশ পরিহিত ডাকাতদের শনাক্ত পূর্বক গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

প্রবাসীর স্ত্রী রুবি দাশ ও মেয়ে সুপ্ত দাশ জানান, ডাকাতরা ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।

 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার