দেশজুড়ে

পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

বায়ান্ন প্রতিবেদক

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙন রোধে নির্মাণাধীন বাঁধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। ১ হাজার ৪৭২ কোটি টাকার এই প্রকল্প গেলো বছর শেষ হওয়ার কথা থাকলেও এখনও অর্ধেকের বেশি কাজ বাকি রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলে নির্মিত অংশও ধসে পড়তে পারেফলে পুরো প্রকল্পের অর্থই পানিতে ভেসে যাবে। তাই তাঁরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০২৩ সালে কুষ্টিয়ার তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ শুরু করে। প্রকল্পের অধীনে মোট ৩৩টি প্যাকেজে কাজ শেষ হওয়ার কথা থাকলেও টেন্ডার জটিলতায় এখন পর্যন্ত ১৫টি প্যাকেজের কাজই শুরু হয়নি। ১০ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা থাকলেও বর্তমানে মাত্র চার কিলোমিটার অংশের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, ধীরগতির পাশাপাশি ব্যবহৃত সামগ্রী নিম্নমানের, যা বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি দ্রুত বাকি কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।২০২৬ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করা পানি উন্নয়ন বোর্ডের  লক্ষ্য বলেও  তিনি জানান।

 

এডিটেড//এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন কুষ্টিয়া | নদী ভাঙন | পদ্মা