ঢাকার ধামরাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক মাদ্রাসাছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এবি হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ধর্ষণের অভিযোগে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধামরাই থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকায় এ ঘটনা ঘটে। এবি হোসেন ওই এলাকার মৃত মোহাম্মদ কোরবান আলীর ছেলে।
স্থানীয়দের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার বিকালে শিয়াকুলের নানা বাড়িতে যান চতুর্থ শ্রেণির ওই মাদ্রাসার ছাত্রী। সেখানে তাকে ফুসলিয়ে বাড়ির আড়ালে নিয়ে ধর্ষণ করে এবি হোসেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পথচারী ও আশপাশের লোকজন দৌড়ে এবি হোসেনকে আটক করে। পাশাপাশি ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এবি হোসেনকে মারধর করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ধামরাই থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে থানায় মামলা হলে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
আতাউল মাহমুদ খান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা এবি হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় এবি হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’
এসি//