বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর কার্যক্রম পুনরায় শুরু করতে এখন আর কোনো বাধা নেই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১০ সালে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের বিষয়ে বিটিআরসির সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন। এর আগে প্রতিষ্ঠানটি বন্ধের নোটিশ বাতিলের আবেদন হাইকোর্ট খারিজ করেছিল। ওই আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করে সর্বোচ্চ আদালত নতুন আদেশ দিয়েছেন।
বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে চ্যানেল ওয়ানের মালিক গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের শুনানি শেষে এই আদেশ দেন।
চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী পলাশ চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি পেতে এবং কার্যক্রম পুনরায় শুরু করতে আর কোনো আইনি বাধা নেই।
প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
২০১০ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়।
এরপর চ্যানেল কর্তৃপক্ষ বিটিআরসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন, তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর চলতি বছরের ২৩ জানুয়ারি, চ্যানেল ওয়ানকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয়া হয়।
এসি//