তিন বছর ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বিপুল সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই এই সহায়তার প্রকৃতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা অনুদান হিসেবে দেওয়া হয়েছিল, ঋণ নয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া ৫০০ বিলিয়ন ডলারের সহায়তাকে ঋণ হিসাবে বিবেচনা করার দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ।
জেলেনস্কি আরও জানান, যুদ্ধের তিন বছরে ওয়াশিংটন কিয়েভকে মোট ১০০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
তিনি আরও বলেন, তাদের এমন একটি চুক্তি স্বাক্ষর করতে হবে যা যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন উভয়ের জন্যই “লাভজনক” এবং উভয় পক্ষের জন্য “সুখকর” হবে। এছাড়া ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিনিময়ে প্রয়োজন হলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বৈরশাসক বলায় তিনি ক্ষুব্ধ হননি উল্লেখ করে জেলেনস্কি আরও বলেন, ট্রাম্প প্রশাসন চিরকাল ক্ষমতায় থাকবে না, তবে ইউক্রেনের শান্তি প্রয়োজন অনেক বছর ধরে।
এমএ//