নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফির আশা শেষ বাংলাদেশের। তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি টাইগাররা। মাত্র ২৩৬ রানের সংগ্রহে ইনিংস শেষ করে দলটি। কিউইরা ম্যাচটি জিতে নেয় ২৩ বল হাতে রেখে ৫ উইকেটে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের ক্রিকেট ‘এলোমেলো’ হয়ে যায়। এ কথা স্বীকার করলেন শান্ত। তিনি বলেন, 'আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।'
গতকালের বোলারদের নিয়ে শান্ত বলেন, ‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে।'
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, আগামী ২৭ ফেব্রুয়ারি।
এমএইচ//