বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে দলটি আমিরাতে পৌঁছায়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ দল ঢাকা ছাড়ে। এই সফরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।
প্রধান কোচ পিটার জেমস বাটলারের অধীনে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। এই দলটি অনেকটাই নতুন। কারণ কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ জন ফুটবলারকে দলে রাখা হয়নি।
সবশেষ ২০২৩ সালের ২০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর মাঠে নামা হয়নি দলটির।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের বর্তমান অবস্থান ১৩২। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১১৬।
এমএইচ//