মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের মতো সিনিয়র ক্রিকেটার এখনো খেলছেন বাংলাদেশের হয়। এতে বেশ অবাক হচ্ছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক।
মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট খেলছেন ১৯ বছর ধরে। মাহমুদউল্লাহ খেলছেন ১৮ বছর ধরে।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর আলাপচারিতায় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন কার্তিক। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদউল্লাহ অবসর নেবে। তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কত দিন খেলবে। (খেললে) আমি অবাক হব। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে। সম্ভবত আরও কিছুদিন খেলবে।’
মাহমুদউল্লাহ চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরেছেন ৪ রানে। অন্যদিকে মুশফিকুর প্রথম ম্যাচে ০ ও পরের ম্যাচে ২ রান করে আউট হন।
এদিকে জাকের আলী অনিক দুই ম্যাচেই ভালো পারফর্ম করেছেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেন। গতকাল (সোমবার) কিউইদের বিপক্ষে করেন ৪৫ রান।
কার্তিক বলেন, ‘আমার মনে হয় কোনো না কোনো সময়ে তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে। কারণ, এটা দলকে স্থিতিশীল করবে। প্রথমদিকে তারা হয়তো স্ট্রাগল করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দেবে। ২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত। তাদের (বাংলাদেশের) বড় পরিসরে ভাবতে হবে, সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে।’
ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে আর কোনো আশা নেই বাংলাদেশের। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ২৭ ফেব্রুয়ারি নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে নাজমুল হোসেন শান্তরা।
এমএইচ//