রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ভোর ৫টা ৩৫ মিনিটে আগুনের খবর পায়। প্রথম ইউনিট ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে মোট ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।
আগুন কীভাবে লাগল, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির তথ্য পরে জানানো হবে।