খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হতে পারে বৃষ্টি!

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়; রাওয়ালপিন্ডি, পাকিস্তান ছবি: আইসিসি

বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠেয় সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মাঠেই গতকাল, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টস করার সুযোগও পাননি দুই দলের অধিনায়ক।

পাকিস্তানের জন্যও আগামীকাল শেষ ম্যাচ। পাকিস্তান ও বাংলাদেশ-  দুই দলই ২ টি করে ম্যাচে পরাজিত হয়েছে। তাদের চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন শেষ হয়ে গেছে। মুখোমুখি ম্যাচে দুই দলই জিততে চাইবে।

রাওয়ালপিন্ডির আবহাওয়া বলছে, বিকেলের দিকে সেখানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংশ্লিষ্ট ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, এদিন বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৭৫ শতাংশ। বিবিসি ওয়েদার জানায়, স্থানীয় সময় বেলা ২ টায় ম্যাচ শুরুর সময় বৃষ্টি হতে পারে ৬৪ শতাংশ, পরে তা ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

গ্রুপ- এ তে নিউজিল্যান্ড ও ভারত টেবিলের শীর্ষ দুই স্থানে রয়েছে। বাংলাদেশ তৃতীয় ও পাকিস্তান আছে চতুর্থ স্থানে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | পাকিস্তান | বৃষ্টি