রাজনীতি

ছাত্রদের নতুন রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ালেন জুনায়েদ ও রিফাত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত নতুন ছাত্র রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি জুনায়েদ এবং রিফাত, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নতুন দলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে।

জানা যায়, বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে থাকা এই নেতাদের সফর নিয়ে নাগরিক কমিটিতে বিরোধ দেখা দিয়েছে। 

জুনায়েদ বৃহস্পতিবার (২৫  তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি নতুন দলে থাকছেন না, তবে দলের প্রতি তার দোয়া ও শুভকামনা রইল।

তার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

“আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না৷ সে কথা আমি আরো সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের উপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম। কিন্তু, চারপাশের গুঞ্জন থামছে না। তাই, স্পষ্ট করে রাখছি। 

দেখুন, আগামীর বাংলাদেশ বিনির্মানের জন্য অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইলো। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল। দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে। 

বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট্য হোক। দু:খজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক এই প্রত্যাশাই করি। আশা করি, অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিলো, নতুন রাজনৈতিক পথচলায়ও আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে৷ 

নতুন দল, নাহিদ ইসলাম এবং নব নেতৃত্বের জন্য শুভকামনা রইলো।”

জুনায়েদের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে রাফে সালমান রিফাত জানিয়েছেন, তিনিও নতুন দলে থাকছেন না, তবে তার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। তিনি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং আধিপত্যমুক্ত বাংলাদেশের আশাবাদী।

নতুন ছাত্র রাজনৈতিক দলটি আগামী শুক্রবার আত্মপ্রকাশ করবে, যা দেশের রাজনীতিতে সততা ও ন্যায়ের পথে অগ্রসর হতে উৎসাহিত করবে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং চ্যালেঞ্জ সত্ত্বেও, দুই নেতা নতুন দলের প্রতি তাদের দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় নাগরিক কমিটি | আলী আহসান জুনায়েদ | রাফে সালমান রিফাত