খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ শান্ত

স্পোর্টস ডেস্ক

ছবি: আইসিসি

বাংলাদেশ দলের অর্জন নেই আরও একটি আইসিসি টুর্নামেন্টে। চ্যাম্পিয়নস ট্রফির খাতা খুললে দেখা যাবে; দুই ম্যাচে পরাজয়, এক ম্যাচ পরিত্যক্ত। পরিত্যক্ত ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট জমেছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে শেষ লড়াই ছিল বাংলাদেশের। পাকিস্তানেরও তাই ছিল। তবে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও, টস পর্যন্ত হয়নি। রাওয়ালপিন্ডির এই বৃষ্টিতে বাংলাদেশের মতোই দশা পাকিস্তানের। এই দলটির বিদায় প্রথম দুই ম্যাচ হেরেই নিশ্চিত হয়ে যায়। 

আজ ম্যাচ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর তিনি বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকাতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’

বাংলাদেশের পেস বোলিং আক্রমণ নিয়ে প্রশংসা শোনা গেল শান্ত’র কণ্ঠে, ‘আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, মুস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।‘ 

গ্রুপ-এ তে নিউজিল্যান্ড ও ভারত যথাক্রমে শীর্ষ দুইয়ে অবস্থান করছে। এর পরের অবস্থানে আছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। 

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নাজমুল হোসেন শান্ত | বাংলাদেশ